_______যাপিত অজানা ঘোর


আমাকে আমি ডুবে যেতে দেখলাম
গহীন ভাসান জলের সাগর।
স্রোতের দুরন্ত প্রতাপ;
জল ডুবা মাছের মতো
স্রোতের তো রে, গভীর হতে গভীরে ডুবসাঁতার।


মাছের ফুলকার মতো খয়েরী কষ্টগুলো হৃদপিণ্ড তালে
নিঃশ্বাসে গোধুলী দীর্ঘশ্বাস।
পানকৌড়ির ঠোট আমার শরীর ছুঁয়েছে
ঠোটে পুড়বার চেষ্টায়;
আমাকে মাছ ভেবে ভুল করেছে বোধ হয়।


হাঙ্গর এসেছে দল বেধে,
চারিদিক ঘুরলো খানিক কি জানি কি ভেবে? চলে গেল ফিরে
কই আমি তো ভয় পাইনি মোটেও?
জলজ বোধে, অনুভূতি সিকায় উঠে;
তাই তো ভেসে ভেসে নিয়ে অন্য কোন?
অন্য কোন অজানায়? বিষন্ন পৌষ রাত্রি
যাপিত অজানা ঘোর।


১৪২৭/পৌষ/ শীত