_______পথিকের শিশির ভেজা পাদুকা


যত দূর মনে পড়ে ছিলাম তো বেশ
অতীত আলপনার_
মুছে যাওয়া খানিক স্মৃতি
এখনও জ্বল জ্বল করে ভাসে;
মাঘের শিশিরের মতো স্বচ্ছ বিন্দুর ফোটায়।
পথিকের শিশির ভেজা পাদুকা
ধুলোর বড়ই অহল্যা; যেন সিক্ততা মস্করা করে
মাঘের কুয়াশা।


পথিকের সাথে সখ্যতা বেশ পুরানো
যেমন মাঘের শীতের উত্তরের হাওয়া
নাঙা সজনে গাছে উদাস বিবর্ণ ঘুঘু ম্রিয়মাণ
গাঢ় কুয়াশায় চঞ্চল চোখ জোড়া দিশেহারা।


কত কথা হয় আজও?
কত কথা গিয়েছে হারিয়ে?
কত কথা আসে আবার ফিরে? ঐ সেই পথিকের মতো বিদ্রূপ কুড়িয়ে কুড়িয়ে
বেঁচে থাকার আমন্ত্রণে; ধুলোর লয়ে যত সর্বনাশ বার বার ফিরে আসে।
আসে সুখ দুঃখ যাতনা চাওয়া পাওয়ার দোলা চলে
অভিমান বিকিয়ে, পোড়া বিরহ পুড়ে
বাবলার ডালে বসা ঘুঘু জোড়ার পালক কতক
উড়ে গেল মাঘের হাওয়ায়।


আজ ৪ মাঘ ১৪২৯