=======এত এত কথা হয়


ইদানীং লেখা হয় না মোটে
যা, তা, যত অগোছালোভাবে যত্র তত্র আবর্জনার মতো
পরিত্যক্ত অতীত! যন্ত্রণা কাতর


নেই যে তার কদর
সবাই ভাবে উচ্ছিষ্ট বটে!
অথচ তারে আগলে রাখা দায়
বক্তব্য ফলানো, বাচাল খানিক
এত এত কথা হয়,
কোথা হতে ইথারে ভেসে আসে
মরীচিকার মতো মিলায় বটে, তার ঝলমোলানো রূপ
দিশেহারা করে পথের শূন্যতা বিভ্রম
পথিকের ভরাডুবি।


ধুলোর বালুকোণা বাতাসে যায় ক্ষয়ে
পথিক পবন, পথের দ্বার খোলা
খোলা জানালায় অভিমান বিষন্ন
মৌনতায় পথ চলে,


আজ ২১ বৈশাখ ১৪৩১