_____সময় ফেরি করে


চাওয়ার মাত্রা গুনে, সময় ফেরি করে
ইলশাগুঁড়ি বৃষ্টিতে বঁধুয়ার; কত কথা মনে পড়ে?
ছল ছল আঁখি পাতে বিরহে আঁচল ভিজে সারা!
জলের ঢেউয়ে গাঙচিল দিশেহারা।


জল ডুবা নায়ে ছেঁড়া বাদাম উড়ে
নাইওর যাবে বঁধুয়া ভরা বর্ষা মৌসুমে
তাই তো ডাকে কুটুম, হলদে পাখি
বঁধুয়ার উঠানে সজনে ডালে বসে।
কত দিন হয় না ফেরা?
মায়ের আঁচল তলে; সেথায় যে কত কি?
নিত্য বঁধুয়ার মন ফেরি করে।


দুদণ্ড বসিবার আশ্রয় আজ দিশেহারা
মায়ার টান সে কি পিছু ফিরে? মুখ তুলে
স্মৃতির আদলে অতীত কত কথা কয়?


১৪২৭/আষাঢ়/২৪