পদ্য প্রেমিক


প্রেমিক এবার তার পদ্যের সাথে কথা কয়, পদ্য প্রেমিক। অবনীর অঙ্গজুড়ে, সুখ হতাশা মিলেমিশে একাকার। তাই তো মেঘ নিল তার জলরংমাখা রংতুলি। ছোপ ছোপ, আল্পনা, নীলের কার্নিশজুড়ে হালকা তুলির আঁচড়। আর ওতেই উদাস বাউল গেয়ে উঠে, মেঠোপথের ধুলিমাখা গেরুয়া কথার মর্মবেদনার বিরহী কথন, কালের কথিকায় আঁকা ছিল যুগে যুগে। তারই অবনীর খেয়ায়! মর্মমূলে প্রেমের কিত্তন দোলায় মেঘ উদাস হয়।


১৪২৪/২০, আশ্বিন/শরৎকাল।