-----বিন্দুতে ঐ শূন্য টেনে শূন্য পথে একলা হাঁটা


ঐ চেয়ে দ্যাখো
ঘুরছে পৃথিবী; আমি তুমিও সাথে সাথে
পাঁজর ভেঙ্গে পড়ছে খসে
নক্ষত্রের ঐ পেন্ডুলাম বুনে!
যাতনা সুখের গোলাক ধাঁধা
বুদ্ধি গিলে পণ্ডিত হই।


আমি তুমি ঘুরছি বেকার পৃথিবী নামের
সমতলে; বিন্দুতে যে বিন্দু মিশে
সবাই তাই সস্থি খুঁজে!
অমানিশা আর মোহনেশা
সবই তো ঐ বিন্দুতেই
কারুকার্য্যে জোঁকার সেজে অভিনয়ের
পাল্লা ধরে।


বোধের কাঙ্গাল ছলচাতুরি
পাপপূণ্যের হিসাব দ্যাখো; আমি তুমি রইব একা
বিন্দুতে ঐ শূন্য টেনে শূন্য পথে একলা হাঁটা।


১৪২৬/কার্তিক/ শরতকাল।