_______হাওয়া ময়


শোনছো না কি?
আজরাইল ঘুরছে, হাওয়া ময়
হাওয়ায় জীবন
চঞ্চলতা, চপলতায় ভরা; সেই হাওয়ায় এখন
লিখছে মৃত্যু সনদ!
লীলা খেলা তাঁরই।


মৃত্যু বিলাপ
তাঁরই হাতেই নিত্য চলাচলে
ধরার বায়ু আলখেল্লা বসনে ছুটে চলে পৃথিবী ময়
কেউ বা বাঁচিবে কেউ বা মরিবে
তাঁর সনদ তাঁরই হাতে উল্‌টায়
সত্য বিধান তলবে;


বার বার খেই হারিয়ে যায়
সু মন্দ বায়ু খুঁজে ফিরে; নগর থেকে নগরে
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে
আজরাইল ঘুরছে দ্যাখো, হাওয়া ময়


১৪২৬/ বসন্ত কাল/ চৈত্র