________খুব তো বলে ছিলে ফিরবে আবার


খুব তো বলে ছিলে ফিরবে আবার, সাঁঝে পাখিদের ফেরার মতো
পলে পলে ক্ষণের দ্রোহ এ পাড় ও পাড় খেয়াঘাট
মাঝে, খেয়া মাঝির মতো অপেক্ষা।


সহস্র কালের পোড়া বিরহ, সমুদ্র কিনারে সফেদ রাশি রাশি ফেনার মতো
আঙ্গিকে যোগসুত্র ধরে শ্যাওলার আঙিনায়
বালুকা বেলার কার্নিশে ঝুলে।
ঐ সে নঙড় আঁটা বিরহ, পুবের আকাশে  ধুঁয়াসা মেঘের মতো
জমে আছে আজও কালের পাহাড় জুড়ে
চিতার সহস্র ধূম্র মৌনতায় পুড়ে।
এখনো সেই একই পথ? নতুন পুরানা বাঁকে বাঁকে চেনা অচেনার মতো
গড়িয়ে বেলা যায় আলো আঁধার মায়াময়
খসে পড়া পালকে স্মৃতি জেগে রয়।


খুব তো বলে ছিলে ফিরবে আবার, চুপি চুপি রাতের মতো
পোড়ায়ে পুড়বে না বলে
মৃত্তিকায় সয়েছে জল চাতকের তৃঞ্চনা ঐ মেঘে মেঘে।


আজ ১৬ মাঘ ১৪২৯