এসো অপেক্ষায় থাকি,
নির্ভয়ার নিরাপদে ফেয়ার।
পরদেশে জীবনযুদ্ধে জেরবার,
গ্রাম্য যোড়শী সরল সাধাসিধে।
পিছনে যার
এক হতদরিদ্র পরিবার।
আশার উত্তাপে আর ফুটন্ত জলে,
স্বপ্নের চাল মেলে
ক্ষুধা থাকে প্রতীক্ষায়।
খোলা চোখ ভেজে,
মাঝে মাঝে,
কতো না অজানা আশঙ্কায়।
তবু দিনান্তের চাপ চাপ অন্ধকার,
রোজকার অপেক্ষায় থাকে,
নির্ভয়ার নিরাপদে ফেরার।