লতাগুল্ম হতে পারি
মরি বাঁচি তরুর ছায়ায়।
দোলে পিষে চলে যায়
নির্বিচারে নির্দিধায়।
চায় নাকো ফিরে,
নরম মাটীর বুক চিরে,
আমাদের শিকড় গিয়েছে
অতলের অতলান্তে অনেক গভীরে।
তাবু নিত্য প্রতীক্ষায় ।
ব্রজ্রশক্ত প্রতিজ্ঞায় অহরহ,
মহীরূহ মাথা তোলে – মাটি ফুঁড়ে।
শাশকের রক্তচক্ষু উপেক্ষা কোরে
গর্জে ওঠে শতর্কবানী,
‘ছাড়বো না একচুলও জমি’
‘নতি নয় নীতী দামি’
দোরগোড়ায় মৃত্যু করোজোড়ে
থাকে অপেক্ষায়।
মনে রেখো, যতটা মাটীর ওপরে,
শিকড় আমাদের
তার চেয়ে অনেক, অনেক গভীরে।
              --- o ---