হঠাৎ বৃষ্টি এলে,
একছুটে চলে যাই
তোমার মেঘকালো চুলের গহনে।
একটু নেমেই
বৃষ্টিভেজা পিচ্ছিল ললাটে,
হাঁটুতে ভর দিয়ে
ঝুঁকে দেখি একটু নিচেই
দুকুল হানছে শ্রাবণের ধারা।
আরো অনেকটা নিচে,
নিবিড় চুম্বনে পাই সমুদ্রের স্বাদ।
কানে ভাসে আজানের ধ্বনি,
আটপৌরে জীবনের মলিন ক্যানভাসে
এমনই এক বৃষ্টিমূখর অভিজ্ঞতা।
--- o ---


বরসার আয়োজন