জীবনের কথা, সুখ দুঃখ ব্যথা  
যেখানে পেয়েছি যা সব টুকু তার,
ছন্দে গেঁথে দেবো গো তোমায়
অঞ্জলি করে আমার কষ্টের মনিহার ।।


ধন নয়,মান নয়,খ্যাতি নয়
শুধুই অমর এ কবিতা খানি,
বিদায় বেলা দিয়ে যাবো তোমায়
জীর্ণ দেয়ালে ক্ষানিক দিয়োগো টানি ।।


আমারে যদি, মনে পরে কভু  
অলস কোনো এক কষ্টের গোধূলি বেলায়,
আমার এ কবিতা খানি দেখো চোখ টানি
দেখতে পাবে সেই পুরোনো আমায় ।।


হয়তো তখন এক সিন্ধু জল
দু-চোখে তোমার উথলি ডাকিবে বান,
ঢেউয়ের আঘাতে প্লাবিত হবে
দুকূল ছাপিয়ে ডুবিয়ে যাবে
কোমল ব্যাথিত প্রাণ।।


ক্ষনিকের এ অতিথি এসেছিলো ঘরে
আলোয় আলোয় আলোকিত করে
আবার যে যাবে চলে,
হয়তো সেদিন
মোটেও ভাবোনি ঘন আঁধারের পর্দা টানি
নেবো যে বিদায় এমন কোনো কথা না বলে।।


আবার যেনো গো পাই দেখা তোমার
আবারো এমন করে আপনার মতো,
পর জনমের সে আশা লয়ে  
পথ পানে আমি থাকবো চেয়ে
তখন আমারে দিয়ো গো ফিরায়ে
পূর্ব জনমে আমি দিয়েছিনু যতো।।