তোমার যাদু ভরা ঐ দুটি চোখ,
যেন মায়াজাল ।
গোলাপ রাঙা ঐ দুটি ঠোঁট,
যেন সদ্য ফোটা ফুল ।
তোমার রাঙা ঠোঁটের হাসি,
আমার হৃদয় ছুঁয়ে যায় ।
যেন আমি হারিয়ে যাই,
তোমার হৃদয়ের অনেক গভীরে ।
তোমার রেশম নরম চুল,
দখিনা হাওয়ায় নেচে নেচে
দোল দিয়ে যায় আমার পাগল মনে ।
যখনি তোমাকে ভাবি,
তখনি মনে হয় যেন,
শিল্পীর রংতুলিতে আঁকা,
তুমি সেই মোনালিসা ।
তুমি অপরূপ, সুন্দর
যখন রেগে যাও,আরও অপরূপা
আরও মোহনীয় মনে হয় ।
যেন আমি হারিয়ে যাই
তোমার সমস্ত হৃদয় মাঝে ।
তোমার চোখের দৃষ্টি যখন
আমার চোখ ছুঁয়ে যায়
আমি চলে যাই তন্দ্রায়,
গভীর অরণ্যে,ভালোবাসার--
সেই মিষ্টি হাসির জন্য
আমার অপেক্ষার অন্ত নেই,
অপেক্ষায় আছি যেন,
হাজার বছর ধরে--
প্রেমের কৃষ্ণচূড়া গাছে,
আমি এক তৃষ্ণার্ত চাতক পাখি,
কবে হবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি ।
যখনি তুমি একটু হাসো--
পাখিরা গান গেয়ে যায়,
সাগরের ঊর্মি ছুটে চলে দুরন্ত পানে-
রাতের তারাও যেন অপেক্ষা করে
তোমার মিষ্টি হাসির জন্য,
ঝর্না ধারাও ছুটে আসে
তোমার দুষ্ট মুখে
মিষ্টি হাসি দেখার জন্য,
আমি কেন আসবো না ?