বিদায়
তোমাকে বিদায়,
আজ এ নষ্ট প্রহর শেষে
যদি খানিকটা আলো আসে আমার জীর্ণ কুটিরে
প্রাণ ভরে সে নতুনে রে করবো আলিঙ্গন,
যা গেছে
তার স্মৃতি আর যেনো পরেনা গো চোখে
ভেঙ্গে দিয়েছি তাই পুরানো দর্পণ।


লজ্জা ও ভয়ে
গেছি ক্ষীণ হয়ে
তবুও আজ এ শেষ প্রহরে
জানালার কপাট ধরে চেয়ে আছি সামনের দিকে,
অন্ধকারে যদিও সব ফিকে কালো
যদিবা মেলে দেখা ঈষৎ আলো
অনেক বাসিবো ভালো তারে আবারো
আপনার থেকে আপন ভেবে
জড়ায়ে নেবো তপ্ত বুকে।


সঞ্চিত যতো ক্লান্তি ত্যাগিবো
ভ্রান্তি বিলাসের কাব্য রচিবনা আর
বারবার তাই মনে করে
অতীতের মতো কারো ধরিবো না হাত,
এ প্রহর শেষ হউক আজিকে
অবসান হউক ব্যর্থতার গ্লানি
সূচিত হয় যেনো
অনেক প্রাপ্তি র প্রত্যাশিত প্রভাত।


পথের ধূলায় মিশে যাক
ফেলে আসা ক্লেদাক্ত অতীতের বিষণ্ণ সময়
বছর শেষে সময়ের কাছে করজোড়ে এই মোক্ষম মিনতি ,
এমন হয়না যেনো আর
হয়েছিলো যেমনটা অতীতে
যন্ত্রণার এতো ভার পারিনা বহিতে
হে মহান আগামী
ভুলে যেতে শক্তি দাও অতীতের ক্ষতি।


বারবার ভুলে যাই
বারবার হয় ভুল
এমনটা আর যেনো হয়না একচুল
জীবনের মহিমা তুমি এইবার করো পূর্ণ,
ঘাসের শিশিরে স্নাত পবিত্রতা দাও
দিশাহীন পথিকে রে পথে নাও
এ জীবন করো ধন্য।