যদি ভালোবাসো
দু'চোখ ভরিয়ে দেবো রঙিন স্বপ্নে
অন্তরাত্মা সাজিয়ে তুলবো আপন মহিমায়,
আরেকটা ভিন্ন আকাশ, ভিন্ন চাঁদ-তারা
সুবাসিত শুভ্র শিউলি বাগান, ঝর্নার কলতান
নতুন জীবন তোমায় উপহার দেবো।
সর্বোচ্চ পাহাড়ের চূড়ায়
দু'জনে হাতে হাত ধরে উঠে যাবো
কোনো এক বিকেল বেলায়,
রাত হয়ে এলে চাঁদকে কাছে ডেকে নেবো
আলতো করে তোমার দেহ মনকে শীতল করে দেবো
আমার পরম স্পর্শে, নির্দ্বিধায় ভালোবাসবে তো?
ঐ তাকিয়ে দেখো
আকাশের তারাগুলি
আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে,
দুরন্ত বাতাস ও নমনীয় হয়ে
ধীরেই বয়ে চলেছে আমাদের ছুঁয়ে ছুঁয়ে
প্রকৃতি অধীর আগ্রহে প্রতীক্ষা করছে আমাদের
অভিনন্দন জানাবে বলে ,চলো ,অভিনন্দিত হই।
এমন পরম পূর্ণ লগ্ন যদি পাই
আমিও দু'হাত বাড়িয়ে বুকে টেনে নেবো তোমায়
পৃথিবীর সকল সুখ উপহার দেবো অঞ্জলি ভরে,
রাতের অন্ধকারে তোমার হৃদয়ে
জোনাকির মতো করে প্রদীপ জ্বেলে দেবো
পাহাড়ের বৃক্ষরাজি তরুলতা সাক্ষী হয়ে দেখবে
আমাদের নৈসর্গিক অকৃত্রিম ভালোবাসা,
খবরটা ছড়িয়ে যাবে
সাগরের বুক ছুঁয়ে পৃথিবীর সকল প্রান্তে,
বলো- নির্দ্বিধায় ভালোবাসবে তো ?