আমার হৃদয়ের নিভৃতে এক কোণে
ফুটে আছে নাম না জানা এক ফুল।
তার গন্ধে আমি বিমোহিত সারাক্ষণ
হই দিশেহারা আনন্দে উদ্বেল ব্যাকুল।


নিজেকে বিলায়ে প্রেরণা হয় অন্যের
স্রোতস্বিনী নদীর মতো থাকে বহমান।
ক্ষয়ে ক্ষয়ে সচল রাখে জীবনের ধারা
বাঁচার স্বপ্ন দেখায় কে পর কে আপন।


তার মতো জীবন যে গড়েছে সে মহান
আমি অনুসরণ করি সে ফুলের ব্রত।
নিজের কষ্ট বুকে চেপে রেখে গন্ধ বিলায়
আমি মুগ্ধ আমি ধন্য সব সময় অবিরত।


যে ফুল শুধু গন্ধ বিলায় উজাড় করে
আমি ভালোবাসি তার এই অনুরাগ।
কল্পনায় ভাবি মৃদু স্বরে আমি বলি
সেই তো ফুলে ভরে আছে হৃদয় বাগ।


আমার জীবনের অপূর্ণতা ঘুচিয়ে দিয়ে
লুকিয়ে আছে সে ফুল আমার হৃদয়ে।
ছায়ার মতো আড়ালে থেকে স্বপ্ন দেখায়
আমি আশায় থাকি এই ফুলটি নিয়ে।