ভুলে যাও তুমি, আমি তোমার ছিলাম
শত শহস্রবার তুমি ভুলে যাও,
ভুলে যাও তুমি লক্ষ কোটিবার।
আমি কখনো কোনদিন কোন স্বপ্নেও
তোমার ছিলাম না ।
তুমি ভুলে যাও, আমি তোমার ছিলাম,
সৃষ্টি থেকেও নয় কোন ধংস থেকেও নয়
ফেলে দেওয়া কোন উচ্ছিষ্ট থেকেও নয়
গাছ পাতা ফুল ফল কোন কিছুতে নয়,
ভুলে যাও তুমি, আমি তোমার ছিলাম
শত শহস্রবার তুমি ভুলে যাও ।
জাগরণে স্বপ্নে দিনে রাতে কোনদিন
আমি তোমার ছিলাম না- ভুলে যাও।
আকাশে বাতাসে গানে কবিতায়
রঙ তুলিতে কল্পনায়,
সাগর নদী জলে তারার মাঝে ছায়াপথে
রাতের ঘন অন্ধকারে দিনের আলোতে
কখনো কোথাও নয়,
ভুলে যাও তুমি, আমি তোমার ছিলাম
শত শহস্রবার তুমি ভুলে যাও,
ভুলে যাও তুমি লক্ষ কোটিবার ।