স্বাধীনতা মানে কি, ধর্ষিতার আর্ত চিৎকার
নাকি, দুঃখ প্রকাশ আর ধিক্কার ।
স্বাধীনতা মানে কি, নির্যাতন করে দাপিয়ে বেড়ানো
নাকি, আমার মা,বোনের সম্ভ্রম হারানো ।
স্বাধীনতা মানে কি, ক্ষুধার জ্বালায় হাহাকার
নাকি, গড়ে তোলা টাকার পাহাড়।
স্বাধীনতা মানে কি, নিয়তির নির্মম পরিহাস
নাকি, হায়েনার ফেটে পড়া অট্টহাস।
স্বাধীনতা মানে কি, রক্তের হলি খেলা
নাকি, মিছে দেশপ্রেম নিয়ে কথা বলা ।
স্বাধীনতা মানে কি, মায়ের নিভৃতে নয়ন জল
নাকি, সান্ত্বনার বাণী আর মিথ্যে ছল ।
স্বাধীনতা মানে কি, বিশাল অট্টালিকা বাড়ি
নাকি, হাজারো গৃহহীন নর নারী ।
স্বাধীনতা মানে কি, সব কিছু কেনা টাকায়
নাকি, ভিখারী র পেটে লাথি মাড়ায় ।
স্বাধীনতা মানে কি, ক্ষমতার দম্ভ আর লড়াই
নাকি, অন্যের সম্পদে নিজের ঘর সাজাই ।
স্বাধীনতা মানে কি, অত্যাচারীর কাছে পদানত
নাকি, নিববে সহ্য করে অবনত ।
স্বাধীনতা মানে কি, পদে পদে লাঞ্ছনা
নাকি, অসহায় বলে বঞ্চনা ।
স্বাধীনতা মানে কি, পানির ট্র্যাংকে গলিত লাশ
নাকি, বিনা দোষে কারাবাস ।
স্বাধীনতা মানে কি, শুধু আশ্বাসে র ফুল ঝুড়ি
নাকি, উল্লাসে দু-হাতে তুরি ।
স্বাধীনতা মানে কি, মৃত্যু তিল তিল করে
নাকি, কান্নার জল জীবন ভরে ।