কতটা কষ্ট পেলে, আমি তোমার থেকে
হারিয়ে যাবো বহুদূরে,
অসীম শূন্যতার রাহু গ্রাসে সীমাহীন অন্ধকারে,
কতটা কষ্ট পেলে, বীভৎস এক নিদারুণ
কষ্টের মূর্ত প্রতীক হয়ে,
রাঙা জীবনের উল্টো পৃষ্ঠায় প্রদীপ জ্বালানো যায়।
কতটা কষ্ট পেলে, মৃত তারাদের সাথে
খেলা হয় জীবনের,
কক্ষ পথ বিচূৎ হয়ে বৃথা চেষ্টায় নিজেকে সমর্পণ।
কতটা কষ্ট পেলে, কবি তার কবিতায়
লেখা গুলো বিবর্ণ,
আলেয়ার পিছনে ছুটে ছুটে নিজেকে করে বিদীর্ণ।
কতটা কষ্ট পেলে, তিমির অন্ধকারে স্বপ্ন
মৃত লাস হয়ে পরিত্যক্ত,
জীবনের শুকনো মরু-উদ্যানে নিঃশেষিত করা হয়।
কতটা কষ্ট পেলে, তোমার সুখ স্বপ্ন
রঙিন বেলুনে ভরা,
জীবন থেকে নিজেকে পালিয়ে মিথ্যা অভিনয়।
কতটা কষ্ট পেলে, সাগর সৈকতে দাঁড়িয়ে
নীল বেদনায় দূরে,
গভীর অতলে তলিয়ে বিশাল প্রমত্তায় নিশ্চিহ্ন করা।
কতটা কষ্ট পেলে, দৃষ্টির সীমানা পেরিয়ে
নিজেকে অন্ধ করে,
আঁখি যুগল ক্ষত- বিক্ষত করে নষ্টকে আঁকড়ে ধরা।
কতটা কষ্ট পেলে, স্মৃতি ভ্রম হয়ে বিস্মৃতির
আড়ালে সঁপে দিয়ে,
দূরে বহু দূরে সরে গিয়ে একাকী মৃত্যুর প্রহর গণনা।
কতটা কষ্ট পেলে, তোমার চাওয়া পূর্ণতা
পাবে অনন্ত কাল,
সুখের বিপরীতে সব সয়ে যাবো আমার জীবন জুড়ে।
----------------------------------------------------
"তুমি ভালো থেকো সুখে থেকো, আমি কষ্ট নিয়ে চলে গেলাম অসীম আকাশের মাঝে, তারা হয়ে রাতের আকাশে জ্বলে থাকবো, দেখবো দূর থেকে তোমাকে"