জীবন চলার পথ এ্যবরো থ্যাবরো অমসৃণ
অপূর্ণতা গ্রাস করে প্রতিনিয়ত,
পূর্ণতা শুধু স্বপ্ন বিলাস কষ্টের অথই সাগর
যতো সাঁতরিয়ে যাই কিনারে ফিরবো বলে
অন্ধকার ঘিরে ধরে চারিদিক,
শুধুই হতাসা আর নিরাশা।
ছোট বেলায় যখন স্কুলে যেতাম দেখতাম
রিলিফের গাড়ি আসতো রিলিফ দিতে
যখন শেষ তখন আসতো আমার পালা
ভাগে থাকতো চলে যাওয়া গাড়ির
ধুলি আর ধোঁয়া অপূর্ণতা আমার জীবনে।
স্বপ্নে দেখেছি একদিন এক সাদা মোরগ
পরদিন, সেই সাদা মোরগ আর নাই
শুধু তার সফেদ পালক।
এভাবেই পূর্ণতা হিন জীবন চলে
সময়ের অমোগ নিয়মে, নিয়তির র্নির্মতার
সাথে লড়াই করে কষ্টের কথাগুলো
বললাম এক বৃক্ষকে, কিছুদিন পরে দেখি
সেই গাছের ও শরিরে ঘুন পোকা, তারপর
একদিন ঝড়ে তার সশব্দ পতন।
সব শূন্যতার গ্লানি হাতরিয়ে আজ
গ্রাস করে আছে জীবনে অপূর্ণতা।