তোমার সব আঘাত আমি
নিয়েছি মেনে হাজার বছর ধরে,
হৃদয়ে রক্তক্ষরণ অনিবার্য কারণে
তোমার আঘাতে, ক্ষত-বিক্ষত বিধ্বস্ত মনে
আমার অবচেতন নিঃসঙ্গ হৃদয়ে
আঘাতের চিন্হ বয়ে চলেছে
দিনের পর দিন এখনো অমলিন।
চলার পথে সুকঠিন দূর্গম প্রান্তরে
তপ্ত মরুর বুকে কিংবা বিশাল জলধির
রাশি রাশি সফেনে মিশে আছে আঘাত।
চাঁদের বুকে-যে পদচিন্হ আঁকা আছে
তার সাথে হয়তো পরম মমতায়
জড়িয়ে আছে তোমার আঘাত
থাকবে আদি অনাদিকাল।
যুদ্ধজয় নয়তো পরাজয়,
হাসি কান্নায় মিথ্যা প্রলোভনে, কিংবা
ছলনায়, পাহাড়ের চূড়ায় অথবা
সবুজ উপত্যকায়, স্বচ্ছ জলরাশির
স্রোতধারায় হিম শীতল নদীর মোহনায়,
পাখির কলকাকলিতে ফুলের
গন্ধে ভ্রমরের গুঞ্জনে ভালোবাসায়
ছুঁয়ে আছে তোমার আঘাত।
তোমার আঘাতের স্পর্শ আজো
খুঁজে পাই তাজমহলের নিখুঁত কারুকার্যে
পিচ ঢালাইয়ের রাজপথে গ্রাম্যে মেঠোপথে
সব হারানো ক্ষুধাতুর কারো স্মিত হাসিতে
আসুক ফিরে ফিরে তোমার আঘাত
আমি বারবার ফিরে পেতে চাই
সেই আঘাত, বয়ে নিতে চাই
জন্মে - পূর্ণজন্মে।