আমি যাকে ভালোবাসি
সে কি তুমি ?
নাকি কল্পনার তুমি ?
যাকে গড়েছি আমার করে
যত্ন করে,
মনের সকল মাধুরী মিশিয়ে,
বহুদিন ধরে ।
আমার আরাধনায়
সে আমার প্রেম,
আমার অপরাহ্নের ভালোবাসা ।
তাকে পরম স্নেহে
লুকিয়ে রেখেছি,
আমার মাঝে,
আমার হৃদয়ে ।
সে তো মানবী নয়,
সে আমার ভালোবাসার দেবী ।
সে একান্তই আমার,
সে ঘুরে বেড়ায়
আমার নিজস্ব জগতে ।
কল্পনায় গড়া সে আরেক তুমি ।
তার সঙ্গে কথা বলি একান্তে,
পরম মমতায়,
এক অজানা ভাষায় ।
কেননা একমাত্র সেই
আমার প্রেরণা
বেঁচে থাকার আশ্রয়,
আমার প্রেম ।
বিশ্বাস করবে কিনা জানিনা,
সে কিন্তু---
সত্যিই আমাকে ভালোবাসে ।
আমি তাকে
আমৃত্যু ভালোবেসে যাবো,
আমার কল্পনার তোমাকে ।
তাহলে কি---
আমি দুজনকেই ভালোবাসি ?
তোমাকে আর
আমার কল্পনার তোমাকে ?
জানিনা ! তবে---
সে কি তুমি ?