দেখুক তোমায় তোমার বাগানের
ফোটা না ফোটা ফুলের দল।
বারবার দেখুক অসংখ্য বার দেখুক
তোমাকে আর তোমার হাসি
আমি চাই তোমার বাগানের নিভৃত কোনে
অবহেলায় ফুটা একটা গোলাপ
তোমাকে ডেকে ডেকে বলুক ভালোবাসি।
তুমি শুনতে পাও বা না পাও
যেন বলতেই থাকে অহর্নিশ অব্যক্ত
হৃদয়ের না বলা কথা।
আমি শুনেছি তুমি ও নাকি
ফুল ভালোবাসো
আগলে রাখো পরম মমতায়।
কখনো তোমার মন খারাপ হলে
কথা কও ফুলের সাথে
আলতো স্পর্শে বুলিয়ে দাও
তোমার ভালোবাসার দুটি হাত।
আমি তোমাকে দেখে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হতে হতে
ভেবেছিলাম ফুল হয়ে জন্ম নেবো
নিবিড় সান্নিধ্যে পাওয়ার আশায়।
তবুও হলো না আমার
স্বপ্ন আমার স্বপ্ন ই থেকে গেলো
তবুও আশার নেশা মিটিলো না
তাই এখনো মনের কল্পনায়
বাতাসের কানে আমি লক্ষ কোটি বার বলি
দেখুক তোমায় ফুলের দল।