মনে করি, ভালোবাসা শব্দটা ছিলো বলেই--
তুমি অভিমান করে থাকো---
ব্যক্তিগত ঋণের বোঝা বেড়ে যায় ঘাতক বুকে-
অনেক রাত হয়,বাড়ী ফিরতে আজকাল ।
মদের পৃথিবীতে আমি হারাতে হারাতে
আবার---ফিরে---আসি ।
আমার মদ্যপানের গল্প আর বেঁচে থাকা শূন্য,
খুব প্রত্যাসা নিয়ে যা চাই পাই না ।
অথচ----একদিন আমার মৃত দেহ ফিরে যাবে
পৃথিবী তার ঘরের দড়জা খুলে দেবে---
অনন্ত কালের ঘুমে , সেই ঘরে বসতি হবে
ঘৃন্য পোকাদের ---।
মন খারাপ হলে তুমি বরং
ছলনার পৃষ্ঠায় আলো জ্বালো ।
তোমার কান্নার আড়ালে
আমি পোড়া লাশ হয়ে থাকি ।
মনে করি ভালোবাসা শব্দটা ছিলো বলেই
এক পৃথিবী যুদ্ধের অবহেলায় ----
তুমি আমাকে হারিয়ে ফেলো, খুচরা অভিমানে ।