হয়তো তোমার জন্য,
আরও দূর দূরান্তে।
পাখিরা গেঁয়ে যাবে গান
সু- মধুর সুরে সুরে।
নদীরা হবে বহমান
সাগর পানে।
ফুলগুলো ফুটে থাকবে
হয়তো তোমার জন্য।
জ্যোস্নার রূপালী আলোয়
ভরে থাকবে সারারাত,
হয়তো হবে না
পাখি ডাকা ভোর।
কবিতার খাতায়,
প্রতিটি পাতায়
তোমার আবাহন।
অভিমানে গড়িয়ে পড়া
অশ্রুধারা পড়বে না ঝড়ে।
ভালোবাসার রঙ মেখে
আলপনা এঁকে
থাকবো না পথ চেয়ে
হয়তো তোমার জন্য।