এতো রূপ এতো শোভা যে মায়ের আঁচলে,
এতো মায়া এতো ভালোবাসা কিভাবে ভুলে।
হারাবো পথ আমি? তাই রয়ে যাই এইখানে,
এ আমার চিরচেনা মেঠোপথ মুক্ত জীবনে।
বৃক্ষরাজির ফাঁকফোকরে সূর্য্য উঠে ভাই
বনো পথে একা চলতে আনন্দে গান গাই।
পাখির গানে মুখর বনে উদাস দুপুরে
জেগে উঠি ভোর বেলাতে আযানের সুরে।
পলি মাটির গন্ধ মেখে করি শশ্য চাষ
এটাই বাংলাদেশ এখানেই করি বাস।
লতায় পাতায় জড়ানো আমার পল্লীবালা
কাঁচা মরিস পান্তাভাত আর মাটির থালা।
গোয়োলে হাম্বারবেতে ডাকে ছোট ছানা
দুধ সব খেয়ে গেলো দেখ গিয়ে কি‘না।
রাখাল ছুটিয়া দেখিলো ছানাটি তাহার
খেয়েছে সব দুধ বাকি কিছু নাহি আর।
বাড়িতে কাঁদে ছোট্র সোনা খাইনি ভাত
কি করে পোহাবে আজকে তিমির রাত।
সবাই তখন চিন্তিত করি হা-হুতাস
পাশের বাড়ির একবাটি দুধ সু-বাতাস।
এই হলো চেনা রূপ আমার পল্লীবালা
এতো শোভা, মধুর্য্য হারানো বাংলা।
কি ভাবে আমি হারাবো পথ এইখানেে
এ আমার চিরচেনা মেঠোপথ মননে।