ফেব্রুয়ারী মাস আসে যখন বছর ঘুরেই
আকাশে বাতাসে ধ্বনিত হয় অ, আ, ই ।।
ভাষার জন্য ঢেলে দিল বুকের রক্ত যারা
সব মানুষের প্রিয় তাঁরা সব মানুষের সেরা ।।
রক্ত দিয়ে রেখেছে তাঁরা বাংলা ভাষার সম্মান
তাঁরাই তো আজ জাতির শ্রেষ্ঠ বীর সন্তান ।।
ভাষার জন্য দিয়েছে রক্ত বাংলা মায়ের ছেলে
ফেব্রুয়ারী তাই তো আজ তাঁদের কথা বলে ।।
ভাষার জন্য জীবন দিয়েছে এমন জাতি নাই
গর্ব মোদের ওরা যে আমাদেরই প্রিয় ভাই ।
তাঁদের কারণে আমরা পেয়েছি বাংলা ভাষা
এই ভাষাতেই জানাই আমাদের ভালোবাসা।
শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ব ভালোবাসা দিয়ে
আমাদের গান আজ শুধু তাঁদের কে নিয়ে ।।
এসো কন্ঠে কন্ঠ মিলিয়ে সেই প্রিয় গানটি ধরি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী ।।