এখন সংকট সময়
উদ্ভট ঘোড়ার পিঠে পাগলা সওয়ারি
ধূলায় ধূসর পথে চলেছে দিশাহীন ঠিকানায়,
সকালের সূর্যটা নুয়ে গেছে হাঁটু গেড়ে
পশ্চিম আকাশের অন্ধকার গালি চায়
বিষণ্ণ অসীমান্তের কোলে।
ক্রমে অন্ধকার ঝাফটে ধরেছে
দৈব দৈত্যের মতো
কাজ হীন এ অলস সময়ের ঘড়ি চেনা পথে
টিকটিক নিরলস হেটে চলেছে বিরামহীন,
নিঝুম নিস্তব্ধ এ সময়ে
দিকভূলে গেছে ভাঙ্গা মাস্তুলে র মাঝি
আকাশটাও অনেকটাই বৈরী ও বিদ্রোহী
জোনাকির ক্ষীণ আলো উপায়হীন হারিয়ে গেছে যত্রতত্র অযত্নে।
রাত জাগা পাখিদের মনের কষ্ট ভেসে আসে কানে
কে শুনে তার অন্তরাত্মা র বিরহ ক্রন্দন
কবে কোথা ডাল ভেঙ্গে স্বপ্ন রা লুটিয়ে পরে গেছে গহীন জঙ্গলে,
শান্ত এ পৃথিবীর বিশাল ছায়াতলে
মৃত্যুঞ্জয়ী কাল পুরুষের প্রতিচ্ছবি ভেসে উঠে
রাতের অন্ধকার কালো পর্দায়।
এখন এই সঙ্কট সময়ে
অবিচল সাহসী মানুষেরা গণতন্ত্রের বেড়াজালে আটকিয়ে আছে
রাজনীতির অক্টপাসের কাছে,
অর্ধণমিত রক্ত পতাকার কাছে
নিরুত্তর প্রশ্নে রা বারবার আঘাত করে
কঠিন আঘাত।
একটা নতুন ভোর হবে বলে
শিউলি ফুলেরা পথে পথে গালিচা বিছিয়ে রেখেছে
নতুন অতিথির অপেক্ষায়,
সমস্ত কষ্টের শেষে সূর্য উঁকি দেবে সহসা ই
সোনালী আলোর স্পর্শে মাটি ভেদ করে
ঘুমিয়ে থাকা অপার আকাঙ্ক্ষার মহি রোহ জেগে উঠবে
সে গভীর বিশ্বাসের শুভক্ষণ
আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠতে সময় আর বেশী বাকি নেই।