তেল নিয়ে বলবো কি আর
সবাই চেনে তারে,
অনেক লোকেই আজকাল দেখি
তেলের কীর্তন করে।

তেলে দেখায় তেলেসমাতি
তেলে ঘুরে কল,
তেল না দিলে সব মাটি হয়
সব হয়ে যায় জল।

সময় মতো তেল দিয়ে
এক ফোটাতেই সারা,
কায়দা বুঝে তেল মর্দনে
সিদ্ধহস্ত যারা।

তেল মালিশে বেশী ফল
থাকলে টাকা সাথে,
টাকা তেলে সব সেরে নেয়
চামচা দিনে রাতে।

রাতকে যদি দিন বানাবে
কায়দা শিখো তেলের,
ডিগ্রিতে কাজ হয়না তেমন
চাকা ঘুরেনা কলের।

যা চাও তুমি তাই পাবে
রাখো সাথে তেল,
তেলতেলে হলে পরেই
দেখবে তেলের খেল।

তুমি খুবই ভালো মানুষ
যায় আসে কি তাতে,
সব কিছুই যাবে বৃথাই
তেল না দিলে মাথে।

তেলের কীর্তন যতোই করি
হয়না যে তার শেষ,
তেলে যদি লাগে আগুন
দেশ হয়ে যায় শেষ।

তাইতো বলি বাদ দিয়ে সব
ডিগ্রী করো তেলে,
যা চাও তুমি বেশিই পাবে
আকাশ জলে স্থলে।