আমি লক্ষি,স্বরস্বতি কিংবা সীতা কে দেখিনি
দেখেছি আমার প্রিয়ার নিষ্পাপ মুখখানি ।


সে নিষ্পাপ , প্রশান্ত মহা সাগরের মতো
ভালোবাসা বিলায়ে দিয়েছে মোরে অবিরত ।


লক্ষির আসনে বসিয়েছি প্রিয়া তোমারে
ভগবান সাক্ষী রইলো ভুল বুঝোনা আমারে ।


প্রতিদিন স্নান করে গঙ্গা জলে, বলেছি কতো
প্রিয়াকে ছাড়া দেখবো না- সুন্দরী যতো ।


লক্ষ কোটি পূন্যি তুমি করেছিলে তাই
দুজনকে ভগবান মিলিয়ে দিয়েছে ঠাঁই ।


প্রিয়া আছে সারাক্ষণ মোর মনের মন্দিরে
ভালোবাসা তাই উথলিয়া উঠে মন প্রান্তরে।


নীলাম্বরী শাড়ী পড়ে অপরূপ চাহনিতে
চেয়ে থাকে অনিমেষ মিষ্টি মিষ্টি হাসিতে ।


বিজয়াতে প্রিয়াকে পেয়েছি দূর্গার আশীর্বাদে
সাজাই আপন হাতে মাধুরী মিশিয়ে হৃদে ।