এখানে থামেনা কান্না
থামেনা আগুন শশ্মানের,
আকাশ বিদারী আহাজারি
লাশের মিছিল কবরের ।।
এ মাটিতে মানুষ প্রাণ দেয় হেসে
মৃত্যুকে ডেকে নেয় হাতে,
সাহসী মানুষ স্বপ্ন দেখতে জানে
অশ্রুসিক্ত ঝড় ঝঞ্জার রাতে ।।
বাংলার মাটি দুরন্ত খাঁটি
বাঙালিরা সদা নির্ভয়,
বাংলা ও বাঙালি প্রতিবাদ জানে
এ জাতি মাথা নোয়াবার নয় ।।
গোলা ও বারুদ যতোই আসুকনা
যতোই আসুক জঞ্জাল,
মাটি ও মানুষ রচনা করে
বীরত্বের ইতিহাস চিরকাল।।
বর্গীরা আঘাত যতবার করেছে
বিফল হয়েছে প্রতিবার,
প্রতিবাদ প্রতিরোধে চুরমার করেছে
শত্রুর উদ্ধত তলোয়ার ।।
অকুতোভয় দামাল মানুষ
হেসে হেসে দেয় প্রাণ,
ফাঁসির মঞ্চে বীরদর্পে গায়
জীবন জয়ের গান ।।