তুমি এলেই বসন্ত বরণ
তুমি না এলে
বসন্ত এসে কাজ কি ?
কৃষ্ণ চূড়ায় ফুল ফুটুক আর নাই বা ফুটুক
হলুদ শাড়ির আঁচল উড়িয়ে তুমি না এলে
আমি বসন্ত বরণ করবো না।


শিমুলের ডালে কোকিল যতোই ডাকুক না কেনো
ঘোমটা র আড়ালে তুমি মুচকি না হাসলে
আমি বসন্ত এসেছে মনে করি না,
আমি জানি
ফুল ফুটুক আর নাই ফুটুক
তুমি এলেই বসন্ত বরণ হবে।