সূর্য আর মেঘে খেলে
লুকোচুরি খেলা ,
অবোধ শিশুর মতো
বেলা ও অবেলা।

আমি শুধু চেয়ে থাকি
দেখি কারে কত ,
কাছে পেতে ছুটাছুটি
করে অবিরত ।

সূর্য বলে ওহে মেঘ
তুমি ভীষণ কালো ,
তুমিতো দেখোনা নিজেরে
যদি না দেই আলো।

মেঘ হাসে মিটিমিটি
এ তোমার ভুল ,
কালোকেশী সূন্দরীদের
থাকে কালো চুল।

আমি যদি পথ না দেই
তুমি কেমন করে,
এক পা ও পারবেনা আসতে
পৃথিবীর উপরে।

তুমি আসো পৃথিবীতে
সে আমার করুনা,
আমি ছাড়া তুমি অচল
তাতো জানোনা ।

আমি কিন্তু তোমার মতো
নই এতো পাষানি ,
মানুষে কষ্ট দাও
দাও পেরেশানি।

আকাশ বলে শুনো মেঘ
তুমি বিষকন্যা  ,
প্রতিবছর কাঁদাও  মানুষ
ডেকে এনে বন্যা।

আরো তুমি নাও কেড়ে
ধন প্রাণ যতো,
তুমি হলে দস্যুরানী
চণ্ডালিনীর  মতো।

চাঁদ বলে শুনো তবে
তোমরা দুইজনে ,
এখন হতে সব করো
মানুষের কল্যানে।