আজ যে শিশু
কাল সে পিতা
কাল সে মাতা হবে,
মায়ের কাছে
শিশু কিন্তু
শিশুই হয়ে রবে।


বাড়লে বয়স
কি আসে যায়
বয়স বাড়ুক যতোই,
মায়ের কাছে
থাকবে শিশু
অবুঝ শিশুর মতোই।


আদর পাবে
সোহাগ পাবে
শাসন পাবে সবি,
মায়ের কাছে
শিশু হলো
পূব আকাশের রবী।


এ পৃথিবী
মায়ের কাছে
দাম হয় নাকো মোটে,
মায়ের কোলে
শিশু যখন
গোলাপ হয়ে ফুটে।


শিশু হলো
উঠুন জোড়া
একটা আকাশ হাতে,
স্বর্গ সুখের
সব টুকু সুখ
মিশে থাকে তাতে।


আমরা সবাই
আজো শিশু
মায়ের কাছে জানি,
যতো বড়ই
হই না কেনো
মা ই ভরসা মানি।