কতো কথা কতো খুনসুটি কত-না দূর আলাপন
কতো ভালোবাসা কতো মান আর অভিমান।
কত- না হাসির আড়ালে কতো দুঃখ লুকানো
কত- না নিরবতার ছলে কতবার চোখ বুলানো।
তবুও ভালো লাগে, যে কথা আজো হয়নি শুনা
প্রতিক্ষার প্রহর গুণি চলে অনাগত দিন গণনা।
তার মিষ্টি হাসির আড়ালে খুঁজি অন্তহীন সুখ
যে কথা শুনলে ভুলে যাবো সব জীবনের দুখ।
আমি বাতাসে কান পেতে থাকি আগ্রহে অহর্নিশ
যে কথা আজো হয়নি শুনা, ঈশ্বর কে করি কুর্নিশ।
তার চলনে,বলনে তার আচরণে হয় প্রকাশিত
আমি সব কাজ ফেলে তার ডাকে যাই অবিরত।
সে আমার কল্পনা স্বপ্ন আর সাধনা হৃদয়ে অনুভব
কখনো আসে, স্বপ্নে মন আকাশে তার আবির্ভাব।
ব্যস্ততায় কিংবা নীরবতায় আমার মনের মন্দিরে
জোসনার আলো দেয় সারাক্ষন দিন মান ভরে।
আমি নাম তার বলবো না আর, সাজাই মাধুরি দিয়ে
কল্পনায় করি অবগাহন আমি তার প্রেরণা নিয়ে।
গাঁথি শিউলি ফুলের মালা মেখে নিই তার সুগন্ধি
কখনো আমি নিজেকে করি চার দেয়ালে বন্দী।
রাতের জোনাকির আলো ঝিঁঝি পোকার গান
ডাহুক পাখির কন্ঠস্বর চাঁদের কতো অভিমান।
মেঘের আড়ালে লুকানো সূর্য চেনা সুর হয় অচেনা
তবুও অপেক্ষা আমার, যে কথা আজো হয়নি শুনা।