ক্লান্ত দুপুরে আনমনে, বাতায়ন পাশে বসে
দিগন্ত পানে চেয়ে চেয়ে
কল্পনায় অনুভব করছি শুধু তোমাকে ।
অনাগত অনাবিল স্বপ্ন বুকের গভীরে জড়িয়ে,
কষ্টের বালুচরে গোধূলি বেলায়
বেলাভূমির দিকে দুহাত বাড়িয়ে
অহর্নিশ প্রতিক্ষার প্রহর গুনি
শুধু তোমাকে নিয়ে ।
আলেয়াকে ছুঁয়ে দেখতে
আমি ছুটে চলেছি পৃথিবীর এক প্রান্ত
থেকে অন্য আরেক প্রান্তে ।
গোধূলি শেষে বর্ষণ মুখরিত কোন এক
সন্ধ্যা বেলা, বিষন্ন মন ছটফট করতে করতে
গভীর নিদ্রায় আচ্ছন্ন, হঠাৎই দেখি
বুকের ভেতর একটা প্রকাণ্ড কষ্টের দলা।
নিজেকে একটু হালকা করতে নিদারুণ
কষ্টের কথাগুলো বৃক্ষের কাছে
নিঃসংকোচে বলে গেলাম শুধু তোমাকে ভেবে ।
এমনি করে কিছু দিন যেতে না যেতেই
দেখি গাছটির শরীরে ঘুনপোকা
তারপর একদিন ঝরে তার স্ব-শব্দ পতন।
এভাবেই আমার কষ্টের কথা বলেছি
একবার এক সাদা মোরগের কাছে
সেই থেকে তাকেও আর দেখিনা, দেখি স্বপ্নে
ফেলে যাওয়া তার সফেদ পালক।
ছোট বেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম
তখন দেখতাম রিলিফের গাড়ি আসতো
সবাই নিতো, আর আমার ভাগে থাকতো
চলে যাওয়া গাড়ির ধূলি আর ধোঁয়া টুকু।
কষ্টের আলপনায় স্মৃতির কল্পনায়
আজও মিশে আছো আমার বেদনার
আড়ালে লুকিয়ে থাকা এক মুঠো
অনাবিল আনন্দের ঢেউ হয়ে।