এখানে মৃত্যু আসে
নানা বেশে
হানা দেয় বারবার,
এখানে
দুর্বৃত্তের ঠাঁই নাই
অনিমেষে
প্রতিরোধ দুর্বার।


এখানে
আমরা থাকি
উন্নত আমাদের শীর,
আমরা
হেসে হেসে প্রাণ দিতে জানি
এ কথা
সকলে জানে পৃথিবীর।


আমরা বাঙালি
আমরা নির্ভয়
এখানে শত্রুর নাই ঠাঁই,
উত্তাল ঢেউ
করিনাকো ভয়
মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমরা
জীবন জয়ের গান গাই।


এখানে ব্রিটিশের
সূর্য ডুবেছে
মেনে গেছে নির্লজ্জ পরাজয়,
এখানে সিরাজ
এখানে মুজিব
এখানে মাস্টার'দা প্রীতিলতা
নিয়ত আমাদের সাথে কথা কয়।


আমরা এখানে
ইতিহাস গড়েছি
শ্রেষ্টত্বের মুকুট পরেছি বারবার,
আমাদের
বুক গর্বে ভরে আছে
আমাদের মাটি
রত্নগর্ভা তাই
এটিই আমাদের বড় অহংকার।