ভালোবাসার কি, ভালোবাসা,
শুধু ভালোবাসা, কেবলই ভালোবাসা।
নাকি পাওয়ার আনন্দ,
প্রেমিক প্রেমিকার ছুঁয়ে ছুঁয়ে থাকা,
দু-বাহুর মাঝে শক্ত করে ধরে রাখা,
অথবা ভেজা চোখ সিক্ত রুমাল,
নয়তো কি ।
ভালোবাসা পরশ পাথরের মতো,
যার স্পর্শে মানুষ শুদ্ধ হয় ।
জীবনের সকল পাপবোধ থেকে দুরে সরে আসে।
ভালোবাসা দুটি হৃদয়ের মিলিত উচ্ছাস,
দু-নদীর এক ঢেউ ।
যে মনে ভালোবাসার ছোঁয়া লাগেনি
সে মন অসম্পুর্ন ।
তার প্রতিটি নিঃশ্বাস যেন বিষ ছড়ায়,
যেন পালিয়ে বেড়াতে চায় জীবন থেকে ।
ভালোবাসাহীন জীবন জীবনের দৃশ্যপট মাত্র ।
নিস্তরঙ্গ সে জীবনে পাওয়ার তীব্র আকাঙ্খা নেই ।
অপেক্ষার যন্ত্রনা নেই ।
নিজেকে উজার করে দেবার সুযোগও নেই ।
ভালোবাসার সোনালী পথে এগিয়ে চলা
এক জোড়া হৃদয়ের বিন্দু বিন্দু ভালোবাসায়
গড়ে উঠে বিশ্বাস আর স্বপ্নের ভুবন।