কি নাম দেব তোমার ?
মোনালিসা, সুবর্না, সঙ্গীতা
হৈমন্তী কিংবা বিলাসী
না মিলছে না , কারো সংগেই মিলছে না ।
যতটুকু জেনেছি ,তোমাকে মনে হয়েছে-
তুমি আমার ভেতরের আমি,
তুমি আমার মনের মধ্যেই ছিলে
কিন্তু এতাদিন বুঝতে পারিনি ।
যখনই আকাশ দেখেছি, এক সংঙ্গে দুজন
তখনই আকাশের সেই নীল
আমাকে বলে দিয়েছে-কে তুমি ?
কল্পনার ঘুড়ি উড়ায়ে জেনেছি তোমার মন
চোখে দেখেছি সমুদ্রের অতল নীল তলে
ইচ্ছে হয়েছে ডুব দিতে ।
টুই টুই করে ডাকা পাখির মতোই
তোমার কন্ঠের কথা ,গান
তৃষ্ণা জেগেছে প্রাণ ভরে শুনতে,
তোমার গান , কখনো মনে হয়েছে-
স্বপ্নে দেখা আকাশের পোশাক পড়া রাজকন্যা
মাঝে মাঝে তুমি কাঁদো
ফোটা ফোটা জল পড়ে
মুক্তা বলবো না তাকে,
বলবো আমার বুকের ভেতর
ঝড়া ফোটা ফোটা রক্ত ,
মাতাল আমি হইনি কখনো
তোমার চুলের গন্ধ-
আমাকে নিয়ে যায়
কোন এক অচিন বনোপথে
যেখানে বিচিত্র রঙ নিয়ে বনফুল
ফুটে আছে-
কি নাম দেব তোমার ?