জীবনের আলো আঁধারিতে
পথ চলতে চলতে
আজ আমি বড্ড ক্লান্ত,
বিষন্ন সময় যতো গড়িয়ে যায়
ততই ফিকে মনে হয়।
মেঘের আড়ালে যেমন সূর্য লুকায় মুখ
আমি ও অনেকটা সেরকম,
আমার কষ্টগুলো আমাকেই জড়িয়ে
আনন্দ ভোগ করে দিবানিশি
আমি কিন্তু তাতে বিচলিত নই।
নির্জন দুপুরে কিংবা উদাস কোন
রাখালিয়ার বাশির সুমধুর সুরে
নিজেকে হারাতে ইচ্ছে করে।
স্বপ্নগুলো মাঝেমধ্যে উঁকি দেয়
জমে থাকা বেদনার পরিত্যক্ত বিস্তৃত মাঠে।
আমি কিন্তু আমার জায়গায় থাকি
বলতে গেলে হিমালয়ের মতো,
অচলায়তন আর নিরাবতার বেষ্টনি ভেঙে
আমি যখন ফিরে আসি নিড়ে
নিরেট অন্ধকার আর একাকিত্ব গ্রাস করে
আমার স্বপ্ন আমার ভালোবাসা
তখন শুধু কষ্টগুলো
কিলবিল করে অষ্ট হাসিতে।
হারিয়ে যাই আমি এক অন্য পৃথিবীতে
যখন সন্ধ্যা নামে।।