কে সেই মানবী, মচিকার মতো এসেছিলো হায়
আমার ছন্নছাড়া জীবনের কোন এক প্রভাত বেলায়।
স্বপ্নের হাতছানি দিয়ে ভাসিয়েছিলো কল্পনার ভেলা
কি এমন হলো যে আমার এই অবেলায় সাঙ্গ হবে খেলা।
ভুলতে পারিনি মনে পড়ে ফেলা আসা চিরচেনা হারানো দিন
অন্ধকারে হাতরিয়ে যাই গুমড়ে কেঁদে ফিরি ফিকে অমলিন।
হারানোর ব্যাথা নিয়ে ভগ্ন হৃদয়ে এঁকে যাই এখনো তব ছবি
সময় চলে যায় দিন চলে যায় বিষাদের মেঘে ঢেঁকে দিগন্ত রবি।
এভাবেই কাটে দিন আর কি যেন অজানা সুরের মূর্ছনায়
ক্ষনে ক্ষনে দুলে উঠে মন উদভ্রান্ত হই কোন বৃষ্টি ঝরা সন্ধ্যায়।
সে কি আসলেই কোন মানবী নাকি দেবি ভেবে পাইনা
স্বয়নে স্বপনে ছুঁয়ে যাই আলেয়াকে যা আমি কখনোই চাইনা।
তারই স্বপ্নে বিভোর থাকি হারাই তাকে পাবো আবার বলে
নতুন করে সাজাবো জীবন হারাবো সুদূর আকাশ নিলে।