বাংলার ঢোল, বাংলার মাদল, বাংলার গীত,
গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত
গরম-তে রোদে পুড়ে,
বর্ষায় জলে ভিজে,
শরৎ-এ কাশফুলে,
শীতে ঠাণ্ডায় কেঁপে,
কাটে আমার বছর,
কখনও আনন্দ, কখনও বিষাদ লেখা
কখনও নজরুল, কখনও রবীন্দ্রনাথ
কখনও ঈদ, কখনও পূজা,
এমন করেই চলে যায়,
আর আসে নতুন ঋতু...