সেদিন টা মনে পরে,
যখন তোকে নিয়ে এসেছিলাম,
তোর দাদু একগাল হেসে বলেছিল,
"বউমা, আমার বউটাকে দেখাতো দেখি?"
আমি ভয়ে ভয়ে দেখিয়েছিলাম,
দাদু বলেছিল, "মুখটা কি বউয়ের লজ্জায় লাল?
নাকি সত্যি এত লাল"
যখন বড় হলি দাদু গান গায়তো...
"কালো কন্যার কালো কেশ,
চোখে কালো কাজল,
তবুও আমার সোনাকে
দেখতে লাগে বেশ...।"
দাদু বলতো তুই আমাদের বাড়ির লক্ষ্মী...
ছোটো দোকানটা রাস্তার ধারে থেকে,
বড়বাজারে হল, নতুন বাড়ি করলাম আমরা,
কিনল তোর বাবা গাড়ি,
তুই আমাদের সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে
লোকে তার জন্য বলতো,
মেয়েকে নিয়ে করিস না বাড়াবাড়ি,
পাবিনা পাত্র ভালো,
তোর মেয়ে পুরো কালো,
বিয়ে দিলাম তোকে,
কিন্তু, একি শাশুড়ির এত গঞ্জনা,
বিয়ের সময় তো কিছু বললও না,
তোর নামে সবাই কে বাজে কথা বলে,
তোকে দেখতে কালো বলে,
ফর্সা হলে তো বলতো না,
মনের দিক থেকেও বুঝতো না,
এই তো পৃথিবী নকল সুন্দরের সবাই তারিফ করে,
কিন্তু, আসল সৌন্দর্য মনের কদর কেউ করে না,
তাই, সুন্দর, তুমি সুন্দর নও