এই তো, সেদিনকার গল্প , নয় বাস্তবতা,
গ্রামের হাবাগোবা ছেলেটা পরীক্ষায় প্ৰথম হল
গ্ৰামের মুখ উজ্জ্বল করলো,
খবরের কাগজে বড় বড় করে খবর ছাপলো
"শহর হারলো গ্ৰামের কাছে"
কত লোকের আসা যাওয়া,
কত শিক্ষক, কত কবি,
কত ক্যামেরা, কত... ছবি
দুচোখ ভরা স্বপ্নের পথ বেয়ে
শহরে আসলো... সবাই ভালোবাসলো
বন্ধুদের সাথে পড়া, খেলা, আড্ডা, গান
তারপর বেসরকারী কোম্পানীতে ভালো চাকরি,
জীবন টা সুন্দর সাজিয়ে নিয়েছিল...
সেদিনও সন্ধ্যাবেলায়, রোজকার মতো অফিস থেকে ফিরে,
কফি হাউসে আড্ডা দিচ্ছিল, হঠাৎ..
বেশ কয়েকটা বন্দুকধারী লোক,
কফি হাউসে ঢুকে এলোপাতড়ি গুলি চালালো,
যন্ত্রণায় অন্ধকার.... যখন ঞ্জান ফিরলো,
হাসপাতালের বিছানায়, পা দুটো বাদ
পেপারে আবার খবর বেরোলো,
"কফি হাউস জঙ্গি হানায়, আহত যুবক, মৃত্যুকে হারিয়ে ফিরলেন"
কয়েকদিন টিভিতে , কাগজে মুখরোচক ভাবে
সেই জঙ্গিহানার খবর দেওয়া হয়েছিল,
তারপর থেকে, দূর্গাপূজা, ঈদ, বড়দিন কিছুই আসেনা,
নতুন বছরে ক্যালেন্ডারের বদল ছাড়া কিছুই তার ঘটে না,
নতুন বছরে এটাই হোক প্ৰার্থনা,
এইরকম ঘটনা যেন গল্প, কবিতা, গান হিসাবেই রয়,
বাস্তবে যেন  সন্ত্রাস মুক্ত পৃথিবী হয় |