সুরের পিওন টা আজ চল গেলো,
আর কোন বিকালের ডাকে তোমার চিঠি আসবে না...
সঙ্গী বিহীন পথে তুমি চলে গেলে,
আমার আধাঁর ঘরে তোমার গান বাজলেও...
ভাবতে হবে.. তুমি নেই..
তবুও বন্ধ হবে না তোমার গানের খেয়া...
তবুও চলবে তোমার সাথে গান গাওয়া...
অন্ধকারে ভয় ছেড়ে, দুজনে আবার গান গাইবো...
অতীত কে মনে করবো...
"ধাক্কা দিয়ে অন্য মনের দরজা খুলেছি"....
সন্ধ্যায় ছাদে, চাঁদ কে দেখে হয়তো ভাববো..
চাঁদের এত আলো, তবুও কেন তোমায় ডাকে...
গন্ধমাখা বসন্তের হাওয়ায়, বসে উওর খুজবো..
"কেমন আছো তুমি"???


শুধুমাএ বনশ্রী সেনগুপ্তকে শ্রদ্ধা জানানোর জন্য নিজের ভাবনা ও তার গাওয়া কয়েকটি গানের লাইন ব্যবহার করেছি.. যদি কেউ এতে মনে আঘাত পান, তাহলে নিজগুনে আমাকে ক্ষমা করবেন,