১/
রোজ বিহানের আলোয় খুঁজি এসে এখানে
নৈঃশব্দ্যের বেড়াজালে হয়ে রইলে বন্দি
চুপচাপ পালিয়ে বেড়ানো প্রহর তোমার,
কোন সে কারণ তোমায় করেছে বিরাগ
মুখ ঘুরিয়ে নিলে, মন এখানেই রেখে
ইচ্ছে একদিন ছুঁয়ে দিব অভিমানী র চোখ।


২/
একদিন আমিও অভিমানী হবো
নিঃশ্বাসে তোমার ছেড়ে যাবো অপ্রসন্নতা
বুকের বাম জমিনে তোমার
বুনে যাব অদৃশ্য শব্দের কষ্ট বীজ...


একদিন কষ্ট ডালপালা গজাবে,
তুমি নুয়ে পড়বে মর্ত্যে
পুড়বে, জ্বলবে
এই বসন্তেও বুকের জমিন ফাটবে চৈত্রের খরায়।


ভালবাসার তৃষ্ণার জল হাতে আমি অভিমানী হবো...
হবো আমি কান্না হবো তোমার।
তোমার এক একটি বসন্ত পুড়ে যাবে অনায়াসে;
বুকের জমিনে বিরহ আগাছা মাথাছাড়া দিয়ে উঠবে
তুমি নিশ্চুপ, নৈঃশব্দ্যের কাঁটা বেড়াজালে বন্দি হবেই।


৩/
তার চে ঢের তুমি পাখি হয়ে যাও
উড়ে এসে বস আমার কাঁধে
আমি ছুঁয়ে দেই নরম পালক
যাবার বেলায় খসে পড়ুক পালক
আমি চোখের পাতায় পালক ছুঁয়াবো।


না হয় বসন্ত পাতা হও তুমি
হলুদ কমলা লাল কিংবা বাসন্তী রঙ
ডাল হতে খসে উড়ে এসে বস আমার দাওয়ায়
আমি আলতো তুলে নিব তোমায়
বুকের বামে ছুঁয়ে দিব তোমার স্পর্শ।


হতে পারো গাঢ় নীল প্রজাপতি
দু'টি পাখায় রঙধনু রঙে সেজে এসে বস
আমার ঝুলানো পাতা বাহারে
আমি আলগোছে আঙ্গুল ছোঁয়াবো, ওড়ে যেয়ো না
সামান্য রঙ এনে ছোঁয়াবো মনে, মন প্রজাপতি হোক।


এই বসন্তের সকালে সোনালী রোদ্দুর হবে কি?
মন উঠোনের দূর্বা ঘাসের ডগায় বস এসে
আমি একটু ঝুঁকে তোমায় আঙ্গুলে তুলে নিব
অধরে মাখব সোনালী রঙ, তুমি জেগে উঠো না
রোদ্দুরের ছোঁয়ায় আমি চোখ মুদে অনুভব করব ভালোবাসা।


সব বাদ দিয়ে তুমি একান্ত আমার হও
তোমায় সাজাবো ভালোবাসা রঙ জামায়
আলিঙ্গনে বন্দি করে লুকিয়ে রাখবো
বন্দি তোমায় আর হতে দিবো না অভিমানী
সকাল দুপুর গোধূলিয়া সন্ধ্যা রাত অবধি তুমি আমার হও।


২৮/০২/২০১৭