কর্মক্লান্ত দিনশেষে বিছানায় এলিয়ে দিতেই গা,
ছুটে এসে আত্মজরা
বুকে মাথা রেখে শুয়ে থাকে কিছুক্ষণ,
ক্লান্তি কোথায় পালায়, টেরই পাইনে।


দু'পাশে দুটোকে রেখে যখন শুই,
ওরা না ঘুমানো অবধি জেগে থাকি,
ঘুমে বেঘোর চারটি চোখ অকষ্মাৎ
আহ! কি মায়ায় আঁকা মুখগুলো
স্বর্গ নেমে আসে আমার ভিটায়,
ঘরময় লাল নীল বেগুনি হাজার তারা
ঝলমল করে উড়ে বেড়ায়।


মাথায় হাত বুলিয়ে যাই নিস্তব্ধ সময়ে;
একবার এপাশ তো একবার ওপাশ
অতি সন্তর্পণে,
কপালে এঁকে দেই বারংবার ভালবাসার চিহ্ন,
কখন যে দু'চোখ বেয়ে নেমে আসে ঘুম,
মুহুর্তেই চলে যাই ঘুম নামের অচিনপুরে।


ভালবাসার ঘ্রাণ নিয়ে পার হওয়া রাত
ডেকে আনে এক সমুদ্দুর আলোর প্রভাত,
স্বপ্ন সুন্দর স্বর্গরাত নিতে শিখায় ভালবাসার স্পর্শ,
আত্মার সাথে সম্পর্ক শিখায় ভালবাসতে
ঘ্রাণ নিতে অনুভূতি থাকতে হয়,
অনুভবের স্পর্শে রাখতে হয় ভালবাসা
আর ভালবাসা শিখায় সম্পর্ক;
হুম, শিখতে হয়, বুঝতে হয়
ভালবাসার ঘ্রাণে আত্মার যোগ থাকতে হয়;
জীবন সুন্দর, শুধু উপভোগ করতে জানতে হয়।