লিমেরিক-৭১ (বয়স সব কেড়ে নেয়)


বয়সী শরীরে কোন রোগবালাইই ছোট নয়
ধীরে ধীরে হাড় অস্থিমজ্জার হতে থাকে ক্ষয়
মাথা ব্যথা হোক কিংবা ঠান্ডা জ্বর
শরীরের উপর দিয়ে বয়ে যায় ঝড়
সব শক্তি সময় কেড়ে নেবে, মনে লাগে ভয়।


(5 September 2014at 18:10)


লিমেরিক-৭২ (যারা বেশি বলে তাদের মনে খারাপ থাকে না)


মুখের ভাষা খারাপ তার অন্তরটা বেশ ভালো
অন্তরে বিষ রেখে জ্ঞানী বিলায় জ্ঞানের আলো
সরাসরি বলে ফেলা কথাটা তার গুন
মনে কথা রেখে জ্ঞানীরা চুপে করে খুন
সত্য কথা বলে সে জ্ঞানীদের মুখটা করে কালো।
(7 September 2014 at 19:28)


লিমেরিক-৭৩ (সমস্যা আছে সমাধানও আছে)


জীবনজুড়ে ঘুরে ফিরে আসে শত হাজার সমস্যা
সমস্যা কাটাতে দিনেরাতে করে যাই কত তপস্যা
সমস্যারও নেই শেষ
সমাধানও আছে বেশ
মন শক্ত করে ধরলে হাল কেটে যায় অমাবস্যা।
(08-09-14)


লিমেরিক-৭৪ (ডাক্তার হইছে কসাই)


আঙ্গুল ব্যথা নিয়েও যদি গেলেন হাসপাতালে
হাজারটেস্টদিয়ে দেয় বাঁশ, ফেলেবেতালে
টেস্টে গুনতে হয় হাজার টাকা
টেস্টকরাতেইপকেটফাঁকা
ডাক্তাররা পরিণত হয়েছে আজ ভয়ংকর মাতালে।
(10-09-14)


লিমেরিক-৭৫ (অফিসের কলিগরা)


একসাথে সারাদিন সবে মিলেমিশে থাকি
একে অপরের সুখ দু:খে হাতে হাত রাখি
দিনের আট ঘন্টা সময় জুড়ে
কর্মে আড্ডায় সুর একই সুরে
বিপদে কর্মভার সঁপে অফিস দেই ফাঁকি।
(09-09-14)