রাজা বলেন, বুঝলে দাসু
        নেইকো কোনো চিন্তা
নায়েব কে তাই বুঝিয়ে এলুম
         বাড়িয়েই দাও ঋণটা।।


উৎসাহেতে বল্লো দাসু
        কাদের রাজামশাই?
রাজা বলেন, হদ্দো বোকা
        এমনকি কেউ হাসায়।।


লজ্জা পেয়ে মুখ গুটিয়ে
        বল্লে দাসু রাজা
ব্যবসিকেরা কর দেয়েনি
        তাইকি তাদের সাজা?


রাজা বলেন, পাগল তুমি?
        ওদের চাপায় ঋণ?
দেখি, তোমার সাথে কথা কয়ে
        নষ্ট হল দিন।।


বলি, চাষারা সব কোন জমিদার?
        কোন দেশেতে রয়ে?
তুলবে ফসল কর দেবে না
        এমনটা কি হয়?


অবাক হয়ে বল্লে দাসু
        এইতো গেলো খরা
কারোর গোলায় ধান ওঠেনি
        এমনিতে আধমরা।।


আধমরা তো কি হয়েছে
        এবার মারব পুরো
কর না দিলে জমি নেবো
        বিঘে দশেক ধরো।।


কাঁপা গলায় দাসু বলে
        সবই নেবেন নিয়ে?
চাষার যদি জমিই গেলো
        কি হবে লাঙ্গল দিয়ে?


রাজা বলেন সেই জমিতে
        গোড়বো কালির ভিটে
দেশ বিদেশে বলবে সবাই
        রাজা ধার্মিক বটে।।


সন্তানেরে বলি দিয়ে
        করো মায়ের পূজো
স্বর্গটা নয় তুমিই রেখো
      মোরে মোর ভিটে খানি দিও।।