নিম গাছের ঐ মগডালেতে
                  পা ঝুলিয়ে বসে।
নাজানি কারা খনা গলায়ে
              আড্ডা দিচ্ছে কষে।।

কিম বলচ্ছে মাম্দো ব্যাটার
                বড্ড বেড়েছে বার।
যখন তখন আড্ডা থেকে
               দিচ্ছে পগার পার।।

হঠাৎ করে পেত্নী রানী
           গান ধরেছে পাশে।
তাইনা শুনে শাকচ্চূনী
           খিলখিলিয়ে হাসে।।

হাসি শুনে পেত্নী রানীর
              বেজায় হল রাগ।
রাগের চোটে শাকচ্চূনীর
              খুবলে নিল নাক।।

দুজনের এই চিৎকারেতে
                 মাম্দো এসে হাজির।
তোমরা দেখছি ঝগড়া করে
                 গড়বে এবার নজির।।

পাশের বাড়ির ঐ ছেলেটা
             শুনছে যে কানপেতে।
পেত্নী বলে শুনুগ্গে সব
           কি এসে যায় তাতে।।

মাম্দো বলে শুনেছি নাকি
             লিখতে পারে ছড়া।
এ সব নিয়ে লিখলে কিন্তু
             ছাড়তে হবে পাড়া।।

তোমরা শুধু জানলে তবে
         বোলোনা কাউকে আর।
মাঝরাতের ঐ আড্ডাখানা
                চলছে চমৎকার।।